ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪৬ বীমা কোম্পানির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
৪৬ বীমা কোম্পানির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশে কার্যরত ৪৬টি বীমা কোম্পানির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৭ জানুয়ারির মধ্যে কোম্পানিগুলোর তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব বীমা কোম্পানির ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, সেগুলো হলো- সিটি জেনারেল, কন্টিনেন্টাল, ক্রিস্টাল, দেশ জেনারেল, ঢাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড, এক্সপ্রেস, ফেডারেল, গ্লোবাল, গ্রীন ডেল্টা, জনতা ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্সসহ ৪৬টি কোম্পানি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।