ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এ টি হক লিমিটেডের নতুন পণ্যের মোড়ক উন্মোচন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এ টি হক লিমিটেডের নতুন পণ্যের মোড়ক উন্মোচন

ঢাকা: এ টি হক লিমিটেডের নতুন পণ্য ডার্ক এবং হোয়াইট চকোলেটসহ তিনটি ভিন্ন স্বাদের চকোলেট ডাইজেস্টিভ বিস্কুটের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সম্প্রতি খুলনার একটি হোটেলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। বিশেষ অতিথি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন এবং এ টি হক লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান।  

অনুষ্ঠানে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব হক ডাইজেস্টিভ বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবেশক এবং বিক্রয় প্রতিনিধিরা।  

এছাড়াও সেখানে অনুষ্ঠিত হয়েছে এ টি হক লিমিটেডর বার্ষিক বিক্রয় সম্মেলন- খুলনা ২০২১। পণ্যের মোড়ক উন্মোচনের পাশাপাশি পরিবেশক এবং বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আগামীতে ব্যবসা টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য সমন্বয়সাধন করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক বেস্ট পারফর্মারদের মধ্যে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।