ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মতিঝিলে হাতিলের নতুন শোরুম 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
মতিঝিলে হাতিলের নতুন শোরুম 

ঢাকা: সম্প্রতি রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে দেশসেরা ফার্নিচার ব্র্যান্ড হাতিল চালু করেছে নতুন শোরুম।

ঘরের কিংবা অফিসের-সব ধরনের ফার্নিচারের লেটেস্ট কালেকশন নিয়ে সাজানো হয়েছে এ শোরুম।

ক্রেতারা চাইলে সরাসরি মোবাইল ফোন কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও এ শোরুম থেকে হাতিলের ফার্নিচার অর্ডার করতে পারবেন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হাতিল বহু বছর ধরেই বাংলাদেশের মানুষের মনে একটি আস্থার জায়গা নিয়ে অবস্থান করছে। সেবায় ও মানে অতুলনীয় হওয়ায় এ কোম্পানি দেশের গন্ডি পার করে যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও বিশ্বের ১০টি দেশে বিক্রি করছে তাদের তৈরি করা ফার্নিচার।  

একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তির এ যুগে দেশের প্রথম ভার্চ্যুয়াল শো-রুম তৈরি করা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই বড় বড় প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে চলছে হাতিল। দেশের বাইরে বর্তমানে তাদের ২২টি শো-রুম রয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান রবার্ট পল ইন কর্পোরেশনের যৌথ উদ্যোগে দেশ ছাড়িয়ে আজ যুক্তরাষ্ট্রেও আন্তর্জাতিক মানের ফার্নিচার বিক্রি করছে বাংলাদেশী এ প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে গ্রিন অপারেশন ক্যাটাগরিতে এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড অর্জন করে হাতিল ফার্নিচার। এছাড়াও গত বছরের সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠানের শীর্ষ তালিকায়ও অবস্থান করে নিয়েছে তারা।  

মতিঝিল শোরুমের ঠিকানা: ভুইয়া ম্যানশন (২য় ও ৬ষ্ঠ তলা),৬ মতিঝিল বাণিজ্যিক এলাকা (শাপলা চত্বর),ঢাকা-১০০০। যোগাযোগ:০১৭৩০-৭৩১২৬৩ ইমেইল: hatil-motijheel@outlook.com For press contact: 01714 044 075

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।