ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের সংবর্ধনা দিল বসুন্ধরা এলপি গ্যাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের সংবর্ধনা দিল বসুন্ধরা এলপি গ্যাস

ঢাকা: ‘বসুন্ধরা কিংস’ দলটি পেশাদার ফুটবলে নাম লেখানোর পর থেকেই লালের রাজত্ব চলছে। ফেডারেশন কাপে আরও একবার ‘চ্যাম্পিয়ন’ লেখা সেই লাল জার্সিতে ছেয়েছে বিজয়ের মঞ্চ।

মাত্র তিন বছর আগে ফুটবল অঙ্গনে পা রাখা বসুন্ধরা কিংসের মধ্যেই পরপর দুইবার অর্জন করেছে শিরোপার মুকুট এবং এবারের ফেডারেশন কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।

লাল জার্সির এই বন্দনা দেশের মিডিয়া গণ্ডি ছাপিয়ে গড়িয়েছে স্প্যানিশ মিডিয়া পর্যন্ত। দেশের ফুটবলের খবর সুদূর স্পেনের শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশের এমন নজির আগে কখনো দেখা যায়নি।

বসুন্ধরা কিংস এবং খেলোয়াড়দের তাক লাগানো পারফরমেন্সে মুগ্ধ হয়ে এবং তাদের আরও ভালো খেলার অনুপ্রেরণাস্বরূপ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান দলের সেরা তিনজনকে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে সৌজন্য চেক প্রদান করেন।

সম্মানী চেকপ্রাপ্তরা হলেন-ব্রাজিলের রবসন দি সিলভা রবিনহো, ইরানি ফুটবলার খালেদ শাফেয়ী এবং জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।  
দুর্দান্ত এবং অতিমানবীয় পারফর্মেন্সের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দেওয়া হয় পাঁচ লাখ টাকা।  

এর নৈপুণ্যে বিস্মিত এবং মুগ্ধ হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এক অভিব্যক্তিতে তিনি বলেন, ‘জিকোর অতিমানবীয় কিপিংয়ের জন্যেই হেরেছে বিপক্ষ দল’। জিকোর নৌপুণ্যের কারণে, তিনি তার টাইটেল দেন ‘দ্য ওয়াল’।

বিদেশি খেলোয়াড়দের প্রত্যেককে দেওয়া হয় আড়াই হাজার ডলারের চেক।  

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর স্বল্প পরিসরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে চেকের ডামি কপি তুলে দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স; ইডব্লিউপিডি এবং বিসিডিএল, সভাপতি-বসুন্ধরা কিংস), ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা (চিফ হিউমান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লি.), আব্দুস শুকুর, (সি ও ও, সাপ্লাই চেইন, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (হেড অব সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লি.), সরওয়ার হোসেন সোহাগ (জি এম, সাপ্লাই চেইন, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) এবং বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন।

বসুন্ধরা এলপি গ্যাসের কর্তৃপক্ষের এক বিব্বৃতিতে বলা হয়, ‘বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে বসুন্ধরা কিংসকে অভিনন্দন এবং শুভ কামনা এই যে, ঘরোয়া ফুটবল কিংবা দক্ষিণ এশিয়া নয়, এএফসি কাপের মতো আন্তর্জাতিক আসরে নিজেদের আলাদা করে চেনানোর চেষ্টা করবে বসুন্ধরা কিংস। ’

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।