ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে শীতার্তদের পাশে ‘বেস্ট বাই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
রংপুরে শীতার্তদের পাশে ‘বেস্ট বাই’

ঢাকা: রংপুরের সুবিধাবঞ্চিত, দুস্থ ও শীতার্ত দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে গৃহস্থালী সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’।

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

‘বেস্ট বাই’র হেড অব মার্কেটিং দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্ট পায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা রংপুরের দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল ও বেস্ট বাই'র নর্থজোনের ইনচার্জ মাহিদুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রাণ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।