ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রহনপুর রেলবন্দর দিয়ে সার যাচ্ছে নেপালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
রহনপুর রেলবন্দর দিয়ে সার যাচ্ছে নেপালে

চাঁপাইনবাবগঞ্জ: নেপালকে ভারত ট্রানজিট দেওয়ায় বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে নেপালে সার নেওয়া শুরু হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে তৃতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর থেকে ২ হাজার ৫শ’ টন ইউরিয়া সারবাহী একটি র‌্যাক (২৪ওয়াগন) ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে ৩ ও ৫ ফেব্রুয়ারি একই রুট দিয়ে ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নেপালে নেওয়া হয়।
  
মোংলা বন্দর দিয়ে আনা এসব সার চীন থেকে আমদানি করেছে নেপাল। যা রহনপুর-সিঙ্গাবাদ রেল রুট দিয়ে নেপালে নেওয়া হচ্ছে। এ দফায় নেপাল ৩০ হাজার মেট্রিক টন সার নিয়ে যাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।