ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগের আওতাধীন সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে সংশ্লিষ্ট বিভাগের জিএম মো. ফয়েজ আলমের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে সিলেট বিভাগের আওতাধীন ৫১ জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবুল খায়ের।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।