ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিল্পখাতে প্রণোদনার ঋণ পরিশোধের সময় বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
শিল্পখাতে প্রণোদনার ঋণ পরিশোধের সময় বাড়ছে

ঢাকা: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনেতিক ক্ষতি মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পখাতের ঋণ পরিশোধের সময় আরও ছয়মাস বাড়ছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত সময় পাবেন শিল্প মালিকরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দিতে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এই ঋণ পরিশোধের সময় বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে শিগগিরই। এতে ঋণ পরিশোধে এক বছরের গ্রেস পিরিয়ডসহ আড়াই বছর সময় পাবেন শিল্প মালিকরা।

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য গেলো বছরের এপ্রিল, মে ও জুন মাসের বেতন ভাতা দিতে সরকারের কাছ থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন শিল্প মালিকরা। সেই ঋণ ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ দুটি সমান কিস্তিতে দুই বছরে পরিশোধের কথা ছিল। এখন তারা আরও ছয়মাস বেশি সময় পাবেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।