ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো রিসোর্ট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো রিসোর্ট উদ্বোধন

ঢাকা: পর্যটনের আধুনিক সুবিধা নিয়ে আমের শহর চাঁপাইনবাবগঞ্জে ‘ম্যাংগো রিসোর্ট’ নামে একটি রিসোর্ট উদ্বোধন করা হয়েছে।  

সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিসোর্টটি উদ্বোধন করেন ম্যাংগো রিসোর্টের মালিক, টিভি সংবাদ উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. লতিফুল মতিন মিঠু।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রফেসর এস এম জার্জিস কাদির, প্রফেসর শংকর কুমার কুণ্ডু, প্রফেসর মাযহারুল ইসলাম তরু ও চ্যানেল আইয়ের সাংবাদিক সোমা ইসলাম।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আসা গণমাধ্যমকর্মী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পর্যটনের নতুন গন্তব্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গকে পরিচিত করে তুলতে হবে। সে ধারায় এ ম্যাংগো রিসোর্ট স্থাপন করায় তারা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।  

তারা আরও বলেন, আধুনিক সুবিধা থাকায় এ রিসোর্ট রাজধানীসহ অন্য এলাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নিবিড় যোগসূত্র স্থাপন করতে সক্ষম হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।