ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিকা কিনতে স্বল্প সুদে ঋণ দিলো চীনা ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টিকা কিনতে স্বল্প সুদে ঋণ দিলো চীনা ব্যাংক

ঢাকা: করোনা মোকাবিলায় টিকা কিনতে ১০ কোটি ডলার ঋণ দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকা।

‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় ঋণ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব (এশিয়া উইং প্রধান) মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এআইআইবির এক্টিং ডিরেক্টর (ইনভেস্টমেন্ট অপারেশন্স) রাজাট মিশ্রা ঋণ চুক্তিতে সই করেন।

করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ বাবদ মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা ইতোমধেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

২০২১ সালের জুন পর্যন্ত ৩ হাজার ৩০ কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে, বাকি অর্থ পর্যায় ক্রমে খরচ হবে প্রকল্পের আওতায়। এই খরচ মেটাতে ৮৫০ কোটি টাকা ঋণ দিয়েছে এআইআইবি।

স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি গত ৫ জানুয়ারি একনেক সভায় ৩ বছর মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়।

প্রকল্পটি বিশ্বব্যাংক ও এআইআইবির যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এআইআইবি স্পেশাল ফান্ড উইন্ডো (এসএফডাব্লিউ) আওতায় প্রাপ্ত এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। এসএফডাব্লিউর আওতায় বাই ডাউন পদ্ধতিতে এ ঋণের সুদের হার ১ দশমিক ০৮ শতাংশ, যা একই সময়কালে পরিশোধযোগ্য অন্যান্য ঋণের সুদের হারের চেয়ে কম। এ ঋণের ফ্রন্ট অ্যান্ড ফি হিসেবে ০ দশমিক ২৫ শতাংশ এবং কমিটমেন্ট ফি হিসেবে অব্যয়িত অর্থের ০ দশমিক ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।