ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজারে নানা পণ্যের সমারোহে চলছে বসন্তমেলা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
মৌলভীবাজারে নানা পণ্যের সমারোহে চলছে বসন্তমেলা বসন্তমেলায় আসা ক্রেতাদের ভিড়, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে নানা পণ্যের সমারোহে চলছে বসন্তমেলা। তিন দিনব্যাপী এ মেলায় রয়েছে নান্দনিক হস্তশিল্প ও বিভিন্ন রকমারি পণ্য।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পৌর জনমিলন কেন্দ্রে মির্জা হামিদা বেগ আনিকার আয়োজনে বসন্ত মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।  

মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যের মালিক ও উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করেছেন। এছাড়া এখানে অনেক অনলাইন উদ্যোক্তা তাদের জিনিসপত্র নিয়ে এসেছেন। মেলায় রয়েছে নতুন উদ্যোক্তা সোনিয়ার মেহেদি দিয়ে হাত রাঙানো। মেলায় আসা অনেকেই ফ্রিতে নিজেদের হাত রাঙাচ্ছেন।  
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, মানুষের ব্যাপক সমাগম। মেলায় মণিপুরী তাঁতের শাড়ি, বিভিন্ন টক-মিষ্টি-ঝাল জাতীয় পণ্য, নারীদের বিভিন্ন প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, কাপড়, কসমেটিকসসহ অনেক কিছু।  

প্রায় দেড় বছর থেকে মির্জা হামিদা বেগ আনিকা মেলা আয়োজন করে আসছে। মেলায় অংশগ্রহণকারীরা বলছেন ভালই সাড়া পাচ্ছেন তারা।  

রকমারি পণ্যের মধ্যে রয়েছে- পোশাক (নারীদের), নকশী শাড়ি, ট্রেডিশনাল শাড়ি, কুর্তি, জুয়েলারি অ্যান্ড এক্সেসরিজ, অনলাইন বুটিকস, রেডি গার্মেন্টস প্রোডাক্টস, ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিস, ফোর-পিস, কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস, লেডিস ব্যাগ, জুতা, হিজাব, বোরকা, অরিজিনাল ইউকে প্রোডাক্ট, ঘর সাজসজ্জা পণ্য প্রভৃতি।  

মেলায় অন্য সুযোগ-সুবিধাবলীর মধ্যে রয়েছে- ১৫০০ টাকার ওপরে শপিং করলে থাকবে ফ্রি মেহেদি রাঙানো, বিভিন্ন হোমমেড খাবারের সমাহার, নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা ও উদ্যোক্তাদের দেওয়া হবে সার্টিফিকেট।

ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, নারীদের এগিয়ে নিতে তিন দিনব্যাপী মেলায় বিনামূল্যে ভেন্যুটি সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎ বিলও ফ্রি করে দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন।  

ভবিষ্যতে কোনও নারী উদ্যোক্তা অনুষ্ঠান করতে চাইলে বিনামূল্যে জনমিলন কেন্দ্রটি তাদের দেওয়া হবে বলে জানান তিনি।

মেলায় মোট ২৭টি স্টল বসেছে। এছাড়া মেলা চলবে আগামী রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।