ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই ব্যাংক ও বিএইচবিএফসিতে নতুন এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ১, ২০২১
দুই ব্যাংক ও বিএইচবিএফসিতে নতুন এমডি

ঢাকা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রবাসী কল্যাণ ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনে (বিএইচবিএফসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক। এছাড়া সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।