ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
ইউসিবির কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ মার্চ) কক্সবাজার বিমানবন্দরে এ লাউঞ্জের উদ্বোধন করা হয়।

 

ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের সম্মানিত গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতা এ অত্যাধুনিক লাউঞ্জে সর্বোত্তম ও অভিজাত লাউঞ্জে আতিথ্য গ্রহণ করতে পারবেন।   

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউসিবি কক্সবাজার ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন করেন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স জাভেদ ইকবালসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।