ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের ‌‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
রূপালী ব্যাংকের ‌‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি থেকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার (১০ মার্চ) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান এ কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের আইটি অবকাঠামো এবং তথ্য নিরাপদ রাখতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের আইটি নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত কোর্স অব্যাহত রাখার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এতে প্রধান কার্যালয়ের আইটি বিভাগগুলোর নির্বাহী ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও উপ-মহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।