ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এসএপি প্রযুক্তিগত জ্ঞান বিষয়ে’ আইসিএমএবির সিপিডি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
‘এসএপি প্রযুক্তিগত জ্ঞান বিষয়ে’ আইসিএমএবির সিপিডি অনুষ্ঠিত ...

ঢাকা: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সিবিসি কর্তৃক ‘ব্যবসায়িক কাঠামো প্রক্রিয়ার দৃষ্টিকোণ হতে এসএপি প্রযুক্তিগত জ্ঞান’ শীর্ষক সিপিডি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ মার্চ) চট্টগ্রামের সিএমএ ভবনে এ সিপিডি অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান এফসিএমএ, এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিসির সাবেক চেয়ারম্যান, আইসিএমএ বাংলাদেশের কাউন্সিল মেম্বার এবং ইনফিনিটি গ্রুপ অব কোং এবং করপোরেট সাপোর্ট লি. এর চেয়ারম্যান ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার অনুপম বড়ুয়া এফসিএমএ।  

এছাড়া সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপ এর হেড অব আইটি মোহাম্মেদ তামিম ওয়াহিদ আল-হেলাল।

প্রবন্ধ উপস্থাপক অনুপম বড়ুয়া তার বক্তব্যে ব্যবসায়িক কাঠামো প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে এসএপি প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ইমতিয়াজ আলম তার বক্তব্যে নিবন্ধ উপস্থাপকের আলোচনা থেকে পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন এবং সেই সাথে যোগ করেন যে, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিগত জ্ঞান এর গুরুত্ব অপরিসীম। ’ 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম মায়শান এসিএমএ ও ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মেদ নুরুল হুদা সিদ্দিকী এফসিএমএ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, র্মাচ ১২, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।