ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ২০২১-২২ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে ২০১৯ ও ২০২০ সালের ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভায় আর্ক সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিন উল্লাহকে প্রেসিডেন্ট, সাতক্ষীরা ফুডসের এমডি মো. খলিলুল্লাহকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাসুদ ফিস প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্সের এমডি আশরাফ হোসেন মাসুদকে চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি এস. হুমায়ুন কবিকের খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী এবং অন্যতম বৃহৎ রপ্তানি খাত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান মালিকদের একমাত্র বাণিজ্য সংগঠন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১১ জন পরিচালকও নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।