ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহা রাইডার্স্ ক্লাবের আয়োজনে ‘বরিশাল রাইডিং ফিয়েস্তা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ইয়ামাহা রাইডার্স্ ক্লাবের আয়োজনে ‘বরিশাল রাইডিং ফিয়েস্তা’

ঢাকা: ঢাকা, খুলনা ও কক্সবাজারের পর ইয়ামাহা রাইডার্স্ ক্লাবের (ওয়াই আর সি) আয়োজনে এবার বরিশালে রাইডিং ফিয়েস্তা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে মোটরসাইকেল রাইডারদের নিয়ে জনপ্রিয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এক দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলে করে বরিশালে উপস্থিত হন। এছাড়া বরিশালের স্থানীয় বাইকপ্রেমীরাও অনুষ্ঠানে যোগ দেন।  অনুষ্ঠানে টেস্ট রাইড, জিমখানা রাইডিংয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ইয়ামাহার এক হাজার সি সির সুপারবাইক আর বাইক সেলিব্রেটি অয়ান এম এর উপস্থিতি। যাকে ঘিরে ছিলো সবার বাড়তি উত্তেজনা।

অনুষ্ঠানে ইয়ামাহা রাইডার্স্ ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস; জাকির হোসেন জেনারেল ম্যানেজার সেলস ও ইয়ামাহার স্থানীয় ডিলার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।