ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডাবর পণ্য কেনা যাবে ইভ্যালিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ডাবর পণ্য কেনা যাবে ইভ্যালিতে

ঢাকা: বিশ্বের অন্যতম শীর্ষ আয়ুর্বেদিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডাবর’ এর বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে ইভ্যালি ডট কম ডট বিডিতে।
 
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালিতে বাংলাদেশে ডাবরের অনুমোদিত পরিবেশক এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিমিটেড এর ভার্চ্যুয়াল শপ থেকে কেনা যাবে পণ্যগুলো।

শনিবার (২০ মার্চ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালি ডট কম লিমিটেডের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চীফ অপারেটিং অফিসার এইচ এম তারিকুল কামরুল এবং এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিমিটেডের বিপণন বিভাগের প্রধান তালাত রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, ক্যাটাগরি হেড নূর জাহান জুঁই, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালমা হামিদ ঈশিতা এবং এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিমিটেড এর ই-কমার্স স্পেশালিস্ট মাহেল হাসান, কি অ্যাকাউন্ট ম্যানেজার কওমি মাহজাবিন রিয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।