ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সুকুকে’ বিনিয়োগের মুনাফা করমুক্ত রাখার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
‘সুকুকে’ বিনিয়োগের মুনাফা করমুক্ত রাখার প্রস্তাব ...

ঢাকা: ইসলামি বন্ড ‘সুকুকে’ বিনিয়োগের মুনাফা করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

দেশব্যাপী নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে আট হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অর্থায়ন সংগ্রহ করতে গেলো বছরের ২৮ ডিসেম্বর প্রথমবারের মত সুকুক বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

সুকুক বন্ডে বিনিয়োগের মুনাফায় জাতীয় রাজস্ব বোর্ড ৫ শতাংশ উৎসে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের সেকেন্ডারি বন্ড মার্কেট থেকে সুকুক সার্টিফিকেট কিনতে উৎসাহ দিতে মুনাফায় কর আরোপ না করতে বাংলাদেশ ব্যাংক এনবিআরকে চিঠি দিয়ে অনুরোধ করেছে।

সরকার সুকুক বন্ডের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাথমিক নিলামে অংশ নিয়েছে ২৭টি ব্যাংক, আটটি ইসলামি আর্থিক প্রতিষ্ঠান ও দুজন বিনিয়োগকারী। চলতি বছরের মে মাসের মধ্যে বাকি ৪ হাজার কোটি টাকা সংগ্রহ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরা মূলধনের উপর ৪ দশমিক ৬৯ শতাংশ হারে মুনাফা পাবেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।