ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ এর লঞ্চিং অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ইয়ামাহা এক্সএসআর ১৫৫ এর লঞ্চিং অনুষ্ঠিত

ঢাকা: এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে।

বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টিরও বেশি 3S ডিলার পয়েন্ট রয়েছে।  

ইয়ামাহা বরাবরই গ্রাহকদের জন্য নিত্যনতুন মডেলের মোটরসাইকেল নিয়ে আসে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এ বছরের সবচেয়ে আলোচিত ও গ্রাহকের বহুল কাঙ্ক্ষিত বাইক ছিল ইয়ামাহা এক্সএসআর ১৫৫ বাইকটি।  

গত শনিবার (২০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাইকের লঞ্চিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইয়ামাহা প্রথম থাইল্যান্ডের তৈরি একটি মডেল দেশের বাজারে আনলো। ১৫৫ সিসির ভিভিএ ইঞ্জিন সমৃদ্ধ এ বাইকটিতে রয়েছে ডুয়েল পারপাস টায়ার, ফুল এলসিডি মিটার, ১০ লিটার ফুয়েল ক্যাপাসিটিসহ আরও অনেক ফিচার।  

অনুষ্ঠানটি উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।