ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান
  বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ নগদসহ ৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে।

সোমবার (২২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে- সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১৫ শতাংশ নগদসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

এর  আগে গত ২৪ ফেব্রুয়ারি এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার নির্দেশনা দিয়েছিল।  

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো নগদ ১৫ শতাংশসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান শুধু নগদ ১৫ শতাংশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের পরে শেয়ারের দাম পড়ে যায় ও পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে পড়ে। পরবর্তীকালে ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে বসে পুঁজিবাজারের নির্বাহীসহ সংশ্লিষ্টরা। ওই বৈঠকের আলোকে নতুন করে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।