ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার সিমেন্টের স্বতন্ত্র পরিচালক হলেন একেএম দেলোয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
প্রিমিয়ার সিমেন্টের স্বতন্ত্র পরিচালক হলেন একেএম দেলোয়ার একেএম দেলোয়ার হোসেইন

ঢাকা: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক পদে নিযুক্ত হলেন একেএম দেলোয়ার হোসেইন (এফসিএমএ)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করপোরেট গভর্ন্যান্স কোড ১ (২, ৩) ধারা অনুযায়ী তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যা গত ১৫ মার্চ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় অনুমোদিত হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) কোম্পানিটির সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, দেলোয়ার হোসাইন দ্যা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) দু’বারের সভাপতি এবং কাউন্সিল সদস্য ছিলেন। তিনি ২০২১ সালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসের (সাফা) সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার আগে সাফার সহ-সভাপতি হিসাবে কাজ করেছেন।

২০০৪ সালে কনফেডারেসন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্টসের নির্বাচিত বোর্ড সদস্য এবং স্ট্রাটেজিক কমিটির সদস্য ছিলেন।

দেলোয়ার হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিপ্লোমাও করেছেন। তিনি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) থেকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভলপমেন্ট বিষয়ে একটি কোর্স সম্পন্ন করেছেন।

এদিকে নিজস্ব ফার্ম ‘এ কে এম দেলোয়ার হোসেইন অ্যান্ড এসোসিয়েটস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ তিনি। বর্তমানে অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবেও কর্মরত আছেন। বুয়েটের ফিনান্স কমিটির সদস্য এবং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পনির (বিডি) লিমিটেডের বহিরাগত সদস্যও তিনি।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্য্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিস করপোরেশনের (বিএসএফআইসি) সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন দেলোয়ার হোসেইন। তার আগে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বিএসএফআইসি’র অর্থ পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

তিনি রূপালী ব্যাংক লিমিটেডসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, খুলনা শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পরিচালক হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সিংগাপুর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, শ্রীলংকা, নেপাল, রাশিয়াসহ অনেক দেশে বহু আন্তর্জাতিক টেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন দোলোয়ার হোসেইন।

বিজ্ঞপ্তিতে কোম্পানি সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান বলেন, আমরা আশাকরি স্বতন্ত্র পরিচালক হিসেবে দোলোয়ার হোসেইন যোগ দেওয়ার ফলে প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ইইউডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।