ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতিবন্ধীদের চাকরি দেবে মিনিস্টার গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
প্রতিবন্ধীদের চাকরি দেবে মিনিস্টার গ্রুপ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে খাবার ও ক্লিনিং সামগ্রী বিতরণ করেছে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

সম্প্রতি প্রতিবন্ধীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন তিনি।



এ সময় একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মিনিস্টার গ্রুপে চাকরি দেওয়ার কথা বলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে মিনিস্টার গ্রুপ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই কথা বলেন তিনি।

এর আগে চুয়াডাঙ্গায় দুস্থ ও অসহায় পরিবারদের মধ্যে পাকা ঘর নির্মাণের জন্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।