ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটের শাহ পরানে এক্সিম ব্যাংকের ১৩২তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
সিলেটের শাহ পরানে এক্সিম ব্যাংকের ১৩২তম শাখা

ঢাকা: অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় সিলেটের শাহপরানে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১৩২তম হযরত শাহ পরান গেইট শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।


 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা স্থবিরতার মধ্যেও এক্সিম ব্যাংক তার অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে।  

তিনি বলেন, আমাদের সেবার প্রতি গ্রাহক চাহিদা বাড়ায় শিগগিরই সিলেট অঞ্চলসহ দেশে বেশ কিছু শাখা ও উপশাখার উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।