ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে প্রথম ভারত থেকে রেলপথে চাল আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
দেশে প্রথম ভারত থেকে রেলপথে চাল আমদানি শুরু ছবি: বাংলানিউজ

নওগাঁ: ভারত থেকে রেলপথে প্রথম চালান দেশে এলো এক হাজার ৮২৫ টন সিদ্ধ চাল।

রোববার (৪ এপ্রিল) দুপুরে ৩১টি ওয়াগনে চালগুলো দর্শনা স্থলবন্দর হয়ে সান্তাহারে পৌঁছে।

খালাসের পর চালগুলো সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে মজুদ করা হবে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজাম্মান বাংলানিউজকে বলেন, চাল নিয়ে মালবাহী ট্রেনটি সান্তাহারে পৌঁছালে নমুনা সংগ্রহ করেন খাদ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। আমদানি করা চালের আদ্রতা ও অন্যান্য গুণগত মান যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে খালাস করা হবে।

তিনি বলেন, রেলপথে ২০ হাজার টন চাল সরবরাহের জন্য গত ২৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে একটি চুক্তি হয়। পর্যায়ক্রমে চালগুলো দেশে নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।