ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু

ঢাকা: ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেন শুরু করেছে।

বুধবার (০৭ এপ্রিল) ডিএসই টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ লেনদেন শুরু হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এর পক্ষে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর পক্ষে উপস্থিত ছিলেন- চীফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার এফসিএমএ,  সিনিয়র ম্যানেজার (লিস্টিং অ্যাফেয়ারস) রবিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদসহ অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর কোম্পানির নিট মুনাফা ছিলো ১৩ দশমিক ১১ কোটি টাকা, ইপিএস ৩ দশমিক ৩৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু ছিলো ৫৫ দশমিক ১৭ টাকা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং ইনডেক্স অ্যাগ্রোর বিগত ২০ বছরের সাফল্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।