ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে মিনিস্টার গ্রুপের ৫০ শো-রুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
সুবর্ণজয়ন্তী উপলক্ষে মিনিস্টার গ্রুপের ৫০ শো-রুম উদ্বোধন

ঢাকা: সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভার্চ্যুয়ালি একযোগে সারা দেশব্যাপী মিনিস্টার গ্রুপের ৫০টি শো-রুম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শো-রুমগুলো উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় উপস্থিত ছিলেন- মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, অ্যাডভাইজার গোলাম মোস্তফা খান, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহ আলম, সিএফও ফখরুল ইসলাম, এফসিএ ও মিনিস্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

স্বাধীনতার ৫০ বছরে মিনিস্টার গ্রুপের ঢাকার উত্তরা প্রেমবাগান, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, ঢাকা উদ্যান, গাজীপুরের কালিগঞ্জ, কাপাসিয়া,  টাঙ্গাইলের মির্জাপুর, দেলদুয়ার, সখীপুর, ভুয়াপুর, কালিয়াকৈর, নাগরপুর, ময়মনসিংহের ফুলপুর, মুক্তাগাছা, জামালপুরের সরিষাবাড়ী, কুমিল্লার কংশনগর, নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আমতলী, কিশোরগঞ্জের ভৈরর, কিশোরগঞ্জ সদর, নরসিংদীর পলাশ, শিবপুর, চট্টগ্রামের অক্সিজেন, বন্দরটিলা, ফেনীর সোনাগাজী, সিলেটের বিয়ানীবাজার, মৌলভীবাজার সদর, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, খুলনার কয়রা, বগুড়ার জলশ্বরীতলা, দিনাজপুরের ঘোরাঘাট, রাণীরবন্দর, ঝিনাইদহ, পিরোজপুরের নেসারাবাদ, ঝালকাঠি, বরিশালের গৌরনদী, বাকেরগঞ্জ, সাতক্ষীরার পারুলিয়া, কালিগঞ্জ, বাগেরহাটের মোংলা, মোড়লগঞ্জ, বগুড়ার গাবতলী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, শীবগঞ্জ, রোহনপুর ও সিরাজগঞ্জের তাড়াশ এ ৫০টি শো-রুম উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।