ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গ্লো অ্যান্ড লাভলী’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
‘গ্লো অ্যান্ড লাভলী’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় ও আইকনিক স্কিন কেয়ার ব্র্যান্ড ‘গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গ্লো অ্যান্ড লাভলী’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন সাবিলা নূর।

 

এখন থেকে বাংলাদেশে ‘গ্লো অ্যান্ড লাভলী’র যাবতীয় বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন সাবিলা নূর। সৌন্দর্যের ধারণাকে আরও বিস্তৃত করতে গত বছর ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নামকরণ করা হয় ‘গ্লো অ্যান্ড লাভলী’। ‘গ্লো অ্যান্ড লাভলী’ সৌন্দর্যের বৈচিত্র্য উদযাপন ও বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। একইসঙ্গে তাগিদ দেয় যাতে স্বপ্ন জয়ের পথে কোনো কিছুই তাদের পিছু হটাতে না পারে।  

‘গ্লো অ্যান্ড লাভলী’ যাদের কথা বলে সাবিলা নূর তাদেরই একজন। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের সাবিলা অনেকগুলো ভালো কাজ উপহার দিয়েছেন। সাবলীল অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি আত্মবিশ্বাসী নারীর প্রতিনিধিত্ব করছেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জয় করেছেন লাখো মানুষের মন। তার সাফল্যের ‘গ্লো’ (দ্যুতি)-তে অনুপ্রাণিত হচ্ছেন হাজারো নারী। আর এ কারণেই ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে সাবিলা নূরকে বেছে নিয়েছে ‘গ্লো অ্যান্ড লাভলী’।

সৌন্দর্যের ধারণাকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে ‘গ্লো অ্যান্ড লাভলী’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, গ্লোবাল স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে সৌন্দর্যের ধারণাকে আমরা নতুনভাবে দেখছি এবং সব রঙের ত্বকের যত্নে পাশে থাকছি। ‘গ্লো অ্যান্ড লাভলী’ আত্মবিশ্বাসী হতে এবং নিজের সেরা রূপটি প্রকাশ করতে সাহায্য করে। সবার কাছে পৌঁছানো ও সব রঙের ত্বকের যত্ন নেওয়াই আমাদের লক্ষ্য। নারীর নিজস্ব পরিচয় তৈরিতে আমরা বিরামহীনভাবে তাদের পাশে থাকার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের যোগ্যতায় নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই সাফল্যগাঁথাকে তুলে ধরার চেষ্টা করছি।

তিনি বলেন, নারীরা এখন সামাজিক প্রত্যাশা ছাড়িয়ে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং হয়ে উঠছে আজ ও আগামীর ‘চেঞ্জমেকার’। আইকনিক এ ব্র্যান্ডটি সাবিলা নূরকে ‘গ্লো অ্যান্ড লাভলী’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। আমাদের প্রত্যাশা- আত্মপরিচয় তৈরির পথ অনুসরণে নারীদের তিনি দারুণভাবে অনুপ্রাণিত করবেন। এছাড়া নারী ক্ষমতায়নে আমাদের ব্র্যান্ডের বিশেষ উদ্যোগ ‘গ্লো অ্যান্ড লাভলী ক্যারিয়ারস’র সঙ্গেও তিনি যুক্ত থাকবেন। যেটি নিজস্ব আত্মপরিচয় তৈরির মাধ্যমে বাংলাদেশের নারীদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে থাকে।

নারীর আত্মপরিচয় তৈরিতে অনুপ্রাণিত করা প্রসঙ্গে ‘গ্লো অ্যান্ড লাভলী’র উদ্দেশের কথা উল্লেখ করে ব্র্যান্ডটির নতুন অ্যাম্বাসেডর সাবিলা নূর বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও আইকনিক স্কিন কেয়ার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আভা প্রকাশে সাহায্য করে এবং তাদের নিজের ত্বকের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। যে ব্র্যান্ডটি নারীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তনে সাহায্য করে এবং নারী ক্ষমতায়নের স্পষ্ট বার্তা দেয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।