ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে ম্যাকাডামিয়া নাট-অয়েল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
বাজারে ম্যাকাডামিয়া নাট-অয়েল

ঢাকা: দেশের বাজারে পাওয়া যাচ্ছে কেনিয়ার জনপ্রিয় কোম্পানি উইশ কেনিয়া লিমিটেডের পণ্য নাটিশ ফিল্ড ব্র্যান্ডের ম্যাকাডামিয়া নাট ও এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল। ১০০, ২৫০, ৫০০ ও ৭৫০ মিলিলিটার চারটি সাইজের বোতলে এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল ও ২০০ গ্রাম জারের ম্যাকাডামিয়া নাট পাওয়া যাচ্ছে।

পণ্যগুলো দেশের বাজারে নিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড।

টি আর ট্রেডের সিইও মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, উইশ কেনিয়া লিমিটেডের নাটিশ ফিল্ড ব্র্যান্ডের ম্যাকাডামিয়া নাট ও এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল দেশের বাজারে এখন থেকে নিয়মিত পাওয়া যাবে। লকডাউনের সময় ঘরে বসে কিনতে চাইলেও পণ্যগুলো যে কেউ কিনতে পারবেন। টি আর ট্রেডের সিস্টার কর্নসান ই-কমার্স প্ল্যাটফর্ম লিভহেলদিবিডি ডটকমে (www.livehealthybd.com) পাওয়া যাচ্ছে নাটিশ ফিল্ড ব্র্যান্ডের পণ্য।

তিনি আরও বলেন, এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েলের শুধুমাত্র ১০০ মিলিলিটার সাইজের বোতলটি ত্বক ও চুলে ব্যবহারের জন্য। বাকি তিনটি সাইজের বোতল খাবারের উপযুক্ত। আর জেনে রাখা ভালো ম্যাকাডামিয়া নাট অস্ট্রেলিয়া, আমেরিকাসহ আফ্রিকার কয়েকটা দেশে জন্মায়। তবে কেনিয়ায় জন্মানো ম্যাকাডামিয়া নাট গুনে ও মানে সেরা। কেনিয়ায় জন্মানো ম্যাকাডামিয়া নাট অন্য দেশে জন্মানো নাটের চেয়ে কিছুটা ছোট ও খেতে সুস্বাদু। আর এসব নাট সংগ্রহ করে উইশ কেনিয়া লিমিটেড শতভাগ হালাল ও স্বাস্থ্যসম্মত উপায়ে এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল তৈরি করে এবং ম্যাকাডামিয়া নাট প্রক্রিয়াজাত করে। তাই অন্যান্য দেশের চেয়েও কেনিয়ায় এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য উপকারী।

ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, লিভহেলদিবিডি ডটকম ও ফেসবুক পেজ ছাড়া সরাসরিও কেনা যাবে বাড়ি নম্বর-৬২, রোড নম্বর-২০, উত্তরা-১১, ঢাকা এ ঠিকানায়। ফোন: ০১৮১০০৬৩৫০১ ও ০১৮১০০৬৩৫০২। এছাড়া গুলশান-২ ও ধানমন্ডি ইউনিমার্টের দুই শাখা, ঢালী, ডিসিসি মার্কেট গুলশান-২, ল্যাভেন্ডার, জার্মান বুচার, লাজফার্মা, নিডস ডিপার্টমেন্টাল স্টোর ধানমন্ডি-৬ এবং দেশের দ্বিতীয় বৃহত্তর শহর চট্টগ্রামের ৮৪ জামালখান, সিপিডিএল ম্যাজেস্টা, ৪র্থ তলায় (ইস্টার্ন ব্যাংকের উপরে) অনেস্ট সেন্টারসহ দেশের বিভিন্ন শহরে পাওয়া যাচ্ছে। এছাড়া খুব শিগগিরই দেশের সব সুপারশপ ও ওষুধের দোকনে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।