ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিস্তি পরিশোধে ৩ মাস সময় পাবেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
কিস্তি পরিশোধে ৩ মাস সময় পাবেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে তিনমাস সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের মার্চ মাসের ঋণের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

এ সময় ঋণ খেলাপি করা যাবে না। পাশাপাশি দণ্ড সুদ এবং অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ঋণ/লিজ/ অগ্রিমের বিপরীতে চলতি বছরের মার্চ মাসের ঋণের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ সময়ে ঋণ/লিজ/অগ্রিমের বিরূপমানে শ্রেণিকরণ বা খেলাপি করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়, ঋণ/লিজ/অগ্রিমের ওপর সুদ/মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বলবৎ থাকবে এবং এ সময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি/চার্জ/কমিশন আদায় করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।