ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক বগুড়া জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
ইসলামী ব্যাংক বগুড়া জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ বিষয়ক শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিরেক্টর সৈয়দ আবু আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এছাড়া ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ ওয়েবিনারে বক্তব্য রাখেন।  

ব্যাংকের বগুড়া জোনপ্রধান মো. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও বগুড়া জোনের শাখাপ্রধান-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।