ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিডিসি থেকে ১০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ হতে পারে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
সিডিসি থেকে ১০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ হতে পারে

ঢাকা: যুক্তরাজ্যের অর্থনৈতিক ও বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান সিডিসি গ্রুপ থেকে বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন।

বুধবার (১৪ জুলাই) এক বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকে ৩০ মিলিয়ন ডলার আর্থিক লোন দিয়েছে সিডিসি গ্রুপ। আমরা আশা করছি, বাংলাদেশে এই বিনিয়োগের পরিমাণ ১০০ মিলিয়নে উন্নীত হবে।

তিনি এই বিনিয়োগকে স্বাগত জানান।

এর আগে যুক্তরাজ্যের অর্থনৈতিক ও বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান সিডিসি গ্রুপ বুধবার সিটি ব্যাংকের সঙ্গে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি সই করেছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।