ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের বিশেষ সাধারণ সভা

ঢাকা: পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বুধবার (১৪ জুলাই) ভার্চ্যুয়াল ফ্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।  

বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী।

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা, স্বতস্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, মো. জাকির হোসেন ভুঁইয়া ও প্রফেসর এম সাদিকুল ইসলাম।

বিশেষ সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে আরও যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা ও আলমগীর আলম সরকার, কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, ইন্টারনাল অডিট বিভাগের প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডাররা কোম্পানির গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অব্যয়িত অর্থ এবং আইপিও অর্থের ব্যাংক হিসেবে জমাকৃত নিট সুদ কোম্পানির বিএমআরইতে ব্যবহারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারদের অবগতির জন্য পেশ করেন।

সভায় যোগদান করে বিশেষ সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।