ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় এলো ৮০০ গরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় এলো ৮০০ গরু

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। তিনদিনের এ সেবা কার্যক্রমের প্রথম দিনে ঢাকায় এসেছে ৮০০ গরু।

রোববার (১৮ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭ টি গরু রোববার সকাল ৮টা পাঁচ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫ টি ওয়াগনে ৪০০ টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬ টি গরু ও ২০টি  ছাগল দু’টি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১১টায় পৌঁছেছে। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন রোববার ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।