ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড ও দারাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড ও দারাজ

ঢাকা: দারাজে অনলাইন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া `সেইভ.স্পেন্ড.উইন' ক্যাম্পেইনের চূড়ান্ত বিজয়ীদের নাম একটি ভার্চ্যুয়াল প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করেছে মাস্টারকার্ড এবং দারাজ বাংলাদেশ লিমিটেড।  

যেসব মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন, তারা হলেন- দ্য সিটি ব্যাংক লিমিটেডের মো. ইয়াসিন, প্রাইম ব্যাংক লিমিটেডের মো. জুবায়ের রহমান, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের জনাব এস এম মনজুর আহমেদ হানাফি, ব্র্যাক ব্যাংক লিমিটেডের এ এস এম মমিনুল হাসান ও কাজি নাজমুস সাকিব।

বিজয়ী প্রত্যেকের জন্য ছিল আকর্ষনীয় ট্রাভেল ভাউচার। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল, দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ মোস্তাহিদুল হক ও সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ কর্মকর্তারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।