ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিসির সর্বোচ্চ রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বিসিসির সর্বোচ্চ রাজস্ব আদায়

বরিশাল: গত অর্থবছরে (২০২০-২০২১) সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এর পরিমাণ প্রায় ৭৭ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা।

 

এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এবার ৩৫ কোটি ৮২ লাখ টাকারও বেশি রাজস্ব খাতে আয়ের কথা বলা হয়েছে। এটি অর্জন হলে দুই দশকের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) চলতি অর্থবছরের বাজেট ঘোষণাকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ তথ্য জানান।

বিসিসির হিসাব শাখা বলছে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ১৯ বছরের মধ্যে এটা সর্বোচ্চ রাজস্ব আদায়।  

এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৫৩ কোটি ৬০ লাখ,২০১৮-১৯ অর্থবছরে ৫২ কোটি ৬৩ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৪১ কোটি ২৩ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪২ কোটি ৯৫ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩০ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

এর আগের অর্থবছরগুলোতে রাজস্ব আয় আরও কম ছিল।

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, বিসিসির বিভিন্ন খাত দুর্নীতি মুক্ত হওয়ায় আয় বেড়েছে। আমাদের নিজস্ব ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নের হার বেশি। তাই নতুন করারোপ না করে রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে চলতি অর্থবছ‌রে ৪১৫ কো‌টি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তা‌বিত বা‌জেট ঘোষণা করেন মেয়র। বিসিসির ১৯তম এবং সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর তৃতীয় প্রস্তা‌বিত বা‌জেট ছিল এটি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।