ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুপার বোর্ডে যুক্ত হলো পিভিসি শিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
সুপার বোর্ডে যুক্ত হলো পিভিসি শিট

ঢাকা: সম্প্রতি দেশের একমাত্র সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া পার্টিকেল বোর্ড ব্র্যান্ড ‘সুপার বোর্ড’ নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির পিভিসি শিট।

টি. কে গ্রুপের প্রধান কার্যালয়ের টি. কে ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ নতুন পণ্য উদ্বোধন করেন টি. কে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার।

বুধবার (১৮ আগস্ট) টি. কে গ্রুপের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (ফিন্যান্স ও অপারেশন্স) শফিউল আতহার তসলিম, সুপার বোর্ডের হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবীসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।  

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর মোস্তফা হায়দার সব বিক্রয়কর্মীদের নতুন এ পণ্য বাজারজাতকরণে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সুপার বোর্ডকে বাজারের শীর্ষস্থানে নিয়ে যেতে হবে।

গ্রুপ ডিরেক্টর মোস্তফা হায়দার আরো বলেন, টি.কে.গ্রুপের বিভিন্ন ইউনিট সবসময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন সময়োপযোগী মানসম্মত পণ্য বাজারজাত করে আসছে। এ ধারাবাহিকতায় যাত্রা শুরু করলো সুপার বোর্ড পিভিসি শিট।  

এছাড়া এ পণ্য ভোক্তা সাধারণের আস্থা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।