ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শুভ সূচনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
সিলেটে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শুভ সূচনা

ঢাকা: সম্প্রতি রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিবিএল গ্রুপ সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলস্থ ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদেরসহ আমন্ত্রিত অতিথিরা।

অর্থনৈতিক অঞ্চলের ১৬৭ দশমিক ৬ একর বরাদ্দকৃত জায়গায় ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ১০টি শিল্প ইউনিট প্রতিষ্ঠা করা হবে যেখানে প্রায় ছয় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।