ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংক পরিচালকের দুর্নীতি তদন্তে কর্মকর্তা নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
মার্কেন্টাইল ব্যাংক পরিচালকের দুর্নীতি তদন্তে কর্মকর্তা নিয়োগ

ঢাকা: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের কয়েকশ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক এএসএম ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান কর্মকর্তা (আইও) নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির উপ-পরিচালক রেভা হাওলাদারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ফিরোজ আলম ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংকটির শত শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে তা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসএমএকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।