ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবিশপে ‘হ্যাপি সানডে’ ক্যাম্পেইন

স্পেশাল করেনসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
রবিশপে ‘হ্যাপি সানডে’ ক্যাম্পেইন

ঢাকা: স্মার্টফোন, এক্সেসরিজ এবং লাইফস্টাইল বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়সহ মেগা ডিসকাউন্ট ক্যাম্পেইন ‘হ্যাপি সানডে’ চালু করলো দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি।

রোববার (৫ আগস্ট) থেকে চালু হয়ে ক্যাম্পেইনটি এখন থেকে মাসের প্রথম রোববার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

ক্যাম্পেইনটিতে গ্রাহকরা স্মার্ট ডিজিটাল গ্যাজেট কেনার ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে শাওমি, রিয়েলমি, পোকো, টেকনো, ওপ্পোর মত জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড।

এছাড়া মি, শাওমি, লেনোভো, য়িসন, বেসুস ব্র্যান্ডের ডিজিটাল গ্যাজেটগুলোও রয়েছে এই ক্যাম্পেইনে।

রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে (https://robishop.com.bd) গিয়ে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে শূন্য শতাংশ ইএমআই সুবিধার পাশাপাশি গ্রাহকরা রবিশপ ওয়েবসাইটে নতুন সাইন-আপ করার মাধ্যমে ৩০০ টাকার ফ্ল্যাট ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।