ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদ্য চাহিদা মেটাতে ৫০ হাজার মে. টন গম আমদানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
খাদ্য চাহিদা মেটাতে ৫০ হাজার মে. টন গম আমদানি

ঢাকা: খাদ্য চাহিদা মেটাতে ২০২১-২২ অর্থবছরে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন মাত্রার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার।

দরপত্রের প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের অ্যাগ্রোকপ ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে গম কেনা হবে।

প্রতি মেট্রিক টন ৪২১.৩৮ মার্কিন ডলার হিসাবে সর্বমোট ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৭৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৮০০ টাকায় ৫০ হাজার মে.টন গম আমদানির প্রত্যাশামূলক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৮, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।