ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলডিসি সভা শেষে ঢাকার পথে অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এলডিসি সভা শেষে ঢাকার পথে অর্থমন্ত্রী

ঢাকা: এশিয়া প্যাসিফিক রিজওনাল রিভিউ মিটিং অন দ্যা ইমপ্লিমেনটেশন অব আইপিওএ ইন প্রিপারেশন ফর দ্যা ৫ম ইউএন কনফারেন্স অন দ্যা এলডিসি (ইউএনএলডিসি-৫) সভা শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন তিনি।

জাতিসংঘের এলডিসি সভায় যোগ দিতে শনিবার (২৮ আগস্ট) জেনেভার উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। সভায় অর্থমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি কর্তৃক সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন হয়েছে এ সভায়। একই সঙ্গে করোনা পরবর্তী সময়ে উন্নয়নের পথে ফেরার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।