ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ ই-কমার্স প্রতিষ্ঠানের নিরীক্ষা চায় বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
১০ ই-কমার্স প্রতিষ্ঠানের নিরীক্ষা চায় বাংলাদেশ ব্যাংক

ঢাকা: দেশের দশটি ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথকভাবে নিরীক্ষা চালাতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক যেসব প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে সেগুলো হলো- ইভ্যালি, ধামাকাশপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জশপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুমবুম, আদিয়ান মার্ট, নিডডটকমডটবিডি ও আলেশামার্ট।

এর আগে এসব প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।