ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জালনোট শনাক্ত মেশিন বসাতে হবে মানি চেঞ্জার অফিসেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জালনোট শনাক্ত মেশিন বসাতে হবে মানি চেঞ্জার অফিসেও

ঢাকা: দেশে কার্যরত বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতেও আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত পোস্টার প্রদর্শন ও জাল নোট শনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিতকরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, মানি চেঞ্জার অফিসে আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে ডাউনলোড করে (১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট) ১৮ ইঞ্চি১৪ দশমিক ৫ ইঞ্চি সাইজে প্রয়োজনীয় সংখ্যক প্যানাফ্লেক্স প্রিন্ট করে গ্রাহকদের দৃষ্টিগোচরযোগ্য স্থানে প্রদর্শন করার জন্য পরামর্শ দেওয়া হলো। এছাড়া, আপনাদের প্রতিষ্ঠানে জাল নোট শনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার জন্যও পরামর্শ দেওয়া হলো।  

রাজধানীর মতিঝিল, দিলকুশা ছাড়াও উত্তরা-গুলশানে গড়ে উঠেছে বেশ কিছু মানি একচেঞ্জ প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।