ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-কমার্স নিয়ে অথরিটি গঠন ও আইন প্রণয়নে ১৬ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
ই-কমার্স নিয়ে অথরিটি গঠন ও আইন প্রণয়নে ১৬ সদস্যের কমিটি

ঢাকা: ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে অথরিটি গঠন ও ডিজিটাল কমার্স আইন প্রণয়নে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদানে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০২০ (সর্বশেষ সংশোধিত) এর পরিশিষ্ট -১ এর উল্লেখিত কর্মপরিকল্পনার নির্দেশনা অনুযায়ী ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তিগত সমস্যা নিরসনের লক্ষ্যে নিম্নলিখিত সদস্যের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হলো। কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক ও আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব (আইআইটি) এ.এইচ.এম. সফিকুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়কের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবে। এসব প্রতিষ্ঠানগুলো হলো- তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার ও সমবায় বিভাগ, বাংলাদেশ পুলিশ, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স শাখা, র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব), বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, এটুআই ও বেসিসের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসােশিয়েশন অব বাংলাদেশের সভাপতি বা সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব করবেন। কমিটি সদস্য সচিব চিসাবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের একজন উপসচিব।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গঠিত কমিটি বাণিজ্য মন্ত্রণালয়কে সময়ে সময়ে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করবে। প্রতিমাসে একবার অথবা যখন প্রয়োজন মনে করবে, তখনই কমিটির সভা আহ্বান করা যাবে। কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো মন্ত্রণালয় বিভাগ বা দপ্তর হতে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
জিসিজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।