ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এককালীন ঋণ পরিশোধ সুবিধা ডিসেম্বর পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এককালীন ঋণ পরিশোধ সুবিধা ডিসেম্বর পর্যন্ত

ঢাকা: খেলাপি ঋণ পুনঃতফসিল বা এককালীন পরিশোধ সুবিধার সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রলম্বিত হওয়ায় এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ বা বিনিয়োগ গ্রহীতাদের ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ঋণ বা বিনিয়োগ পরিশোধ সহজতর করার লক্ষ্যে এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ বা বিনিয়োগসমূহের বিপরীতে প্রদেয় অর্থ ২০২১ সালের ৩১ ডিসেম্বর কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে।

খেলাপি ঋণ কমাতে ২০১৯ সালের ১৬ মে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিলি ও এককালীন এক্সিটি সংক্রান্ত নীতিমালা করে। নীতিমালা অনুযায়ী দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সরল সুদে ১২ মাসের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। এই সুবিধার আওতায় স্বাধীনতার পর থেকে যারা ঋণ খেলাপি, তাদের এক্সিট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।