ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও বাড়লো পেঁয়াজের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
আবারও বাড়লো পেঁয়াজের দাম

নওগাঁ: মাত্র ২ দিনের ব্যবধানে নওগাঁয় আবারও বেড়েছে পেঁয়াজের দাম। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ কেজিতে ২০ টাকা এবং দেশি পেঁয়াজ ১০ টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে।

যা গত দুই দিনে কেজিতে আবারো বেড়েছে ১০ টাকা পর্যন্ত।

বুধবার (০৬ অক্টোবর) নওগাঁর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশি জাতের পেঁয়াজ গত ৭ দিন আগে বিক্রি হয়েছে ৪৪ টাকা কেজিতে, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪ টাকা কেজিতে যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা কেজি।

পাইকারি বাজারের পাশাপাশি দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। যেখানে পাইকারি বাজারের তুলনায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫-৬ টাকা কেজি বেশিতে। খুচরা ব্যাবসায়ীদের দাবি পাইকারি বাজারে দাম বাড়ানোর ফলে খুচরা বাজারে দাম বেড়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় অনেক কম দাম বেড়েছে খুচরা বাজারে।

বাজারে পেঁজায় কিনতে আসা ক্রেতারা বাংলানিউজকে জানান, দিন দিন পেঁয়াজের এমন দাম বৃদ্ধি, সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। বর্তমান বাজারে পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে তাতে করে আগামী এক সপ্তাহ পর আর পেঁয়াজ কেনা যাবে না। ফলে এখনই দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

নওগাঁর পাইকারি ব্যবসায়ী বিপদ সরকার বাংলানিউজকে জানান, মোকামগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াও আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে সামনের দিনে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।