ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে মসিকের ৫ উন্নয়ন কাজের উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে মসিকের ৫ উন্নয়ন কাজের উদ্বোধন  মসিকের ৫ উন্নয়ন কাজের উদ্বোধন 

ময়মনসিংহ: ৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।  

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর ২১ নম্বর ওর্য়াডে এ উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

 

উন্নয়ন কাজের মধ‍্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২ নম্বর গেটে ৪০০ মিটার সড়ক নির্মাণ, বাকৃবি সোহরাওয়ার্দী হলের পেছনে ১৩৫০ মিটার, বাকৃবি ই/৫ কোয়াটার থেকে বৈশাখী চত্বর র্পযন্ত ৫০০ মিটার, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের পানির ট‍্যাংকের পেছনে ৬২০ মিটার আরসিসি সড়ক এবং বাকৃবি প্রথম গেট থেকে প্রশাসনকি ভবন র্পযন্ত ৯০০ মিটার পাইপ ড্রেনসহ ফুটপাত নির্মাণ।

এ সময় মেয়র টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির মানুষের বিষয়ে আন্তরিক। তিনি সিটি করপোরেশন দিয়েছেন। সিটির মানুষের উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্প যথাযথ বাস্তবায়নে কোথাও কোনো দুর্বলতা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিকের প‍্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ২১ নম্বর ওর্য়াড কাউন্সিলর মো. মোস্তফা ফারুক, ২৫ নম্বর ওর্য়াড কাউন্সিলর মো. মনোয়ার হোসনে, নির্বাহী প্রকৌশলী মো. জহরিুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।