ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক, ম্যাগনাস ও ডাইরেক্টএফএন’র মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ব্র্যাক, ম্যাগনাস ও ডাইরেক্টএফএন’র মধ্যে চুক্তি ...

ঢাকা: অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) জন্য ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ম্যাগনাস করপোরেশন লিমিটেড এবং ডাইরেক্টএফএন’র মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকায় ব্র্যাক ইপিএল কার্যালয়ে এই চুক্তি সই হয়।

এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, ডাইরেক্টএফএনের এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রিমাল সিলভা এবং ম্যাগনাস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আরমান এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাগনাস করপোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, ব্র্যাক ইপিএল থেকে আইটি প্রধান মইনুল ইসলাম এবং সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

ডাইরেক্টএফএন ওএমএস সফটওয়্যারের অধীনে, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তাদের ক্লায়েন্টদের জন্য একই প্ল্যাটফর্মে আরও বৃহত্তর এবং দক্ষতার সঙ্গে ট্রেড করতে পারবে।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তৃতীয় ক্লায়েন্ট, যিনি ডাইরেক্টএফএন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।