ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বেস্ট ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড’ পেলো টগি সার্ভিসেস লি.

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
‘বেস্ট ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড’ পেলো টগি সার্ভিসেস লি.

ঢাকা: লেনোভো ‘বেস্ট ইমার্জিং পার্টনার (এএমডি)’ অ্যাওয়ার্ড লাভ করেছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ‘টগি সার্ভিসেস লিমিটেড’। সম্প্রতি টগি সার্ভিসেস লিমিটেডের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের অপারেশনাল ইনচার্জ মোহাম্মদ উজ্জল মোল্লার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন লেনোভোর রিজিওনাল চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন—টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব ডিস্ট্রিবিউশন মেহেদী জামান তানিম, হেড অব অ্যাডমিন নেসার উদ্দিন, হেড অব করপোরেট রাসেল আহমেদ, লেনেভো পণ্য ব্যবস্থাপক সোহেল রানাসহ লেনোভো বাংলাদেশ ও টগির অন্যান্য কর্মকর্তারা।

টগির অপারেশনাল ইনচার্জ মোহাম্মদ উজ্জল মোল্লা বলেন, টগি সার্ভিসেস লেনোভোর রাইজেন গেমিং সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপ নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাংলাদেশে লেনেভোর এএমডি সেগমেন্টের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের একমাত্র ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছে টগি সার্ভিসেস লিমিটেড। লেনেভো এএমডি শতভাগ বৈধ পণ্য ওয়ারেন্টিসহ কেনা যাবে টগির সব পার্টনার হাউজ থেকে।

লেনোভোর রিজিওনাল চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ বলেন, লেনেভো এএমডি সেগমেন্টের পিসি ও ল্যাপটপসহ অন্যান্য কম্পোনেন্টের বাজার প্রসারে অসামান্য অবদানের জন্য টগি সার্ভিসেস লি. অ্যাওয়ার্ডটি পেল।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বাংলাদেশের বাজারে লেনোভো পণ্য বাজারজাত করে আসছে টগি সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।